ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৪৫, ২০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘‘বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে চিরতরে বিতাড়িত করতে চাই।’’

সোমবার (২০ অক্টোবর) লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘‘ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর ও অনেক বড় ডিগ্রিধারী দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। বাংলাদেশ দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে তাদের কারণে দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। আমরা সব জায়গা দুর্নীতিকে না বলে দেব। আমরা কেউ দুর্নীতি করব না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।’’

তিনি বলেন, ‘‘আমরা শিক্ষার্থীদের মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। নবীনরা শুধু জ্ঞানের আলো জ্বালাবে না, তাদের জ্ঞানের আলোর সঙ্গে সঙ্গে নৈতিকতার উদ্ভাসিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে।’’

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/লিটন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়