ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ২১ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:১৩, ২১ অক্টোবর ২০২৫
খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকার একটি ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার করেছেন এলাকাবাসী। শিশুটিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করছেন তারা।

সোমবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে পূর্ব শান্তিনগরের একটি ড্রেনের কচুরিপানার পাশে শিশুটিকে পাওয়া যায়।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা তানভির হোসেন রাকিব জানান, ‍এলাকায় চায়ের দোকানে বসে ছিলেন তিনি। এসময় কান্নার শব্দ শুনতে পান। পাশের ড্রেনে গিয়ে দেখতে পান, নবজাতক পড়ে আছে। তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে নেন শিশুটিকে। সেখানকার ডাক্তার জানান, ঘণ্টাখানেক আগে জন্ম হয়েছে শিশুটির।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, “শিশুটিকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। উদ্ধারের কয়েক ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়