ভারতে অনুপ্রবেশকালে ১১ বাংলাদেশি আটক
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশিকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাল্লা সীমান্তের টেকারঘাট এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন। মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান, জাকিরুল ইসলাম, মিলন শেখ, শুখচান, রাসেল আলী, জসিম আলী, ফারুক মিয়া, মামুনুর রশীদ, বাবর আলী, সাদেকুর রহমান ও সঞ্জিত বৈদ্য। সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেছেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ মামলায় মঙ্গলবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকা/মামুন/রফিক