সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তাসলিমা আক্তার হিরা।
সাতক্ষীরায় সদর উপজেলায় ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা শহরের পলাশপোল এলাকার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের একটি শোরুমে কাজ করতেন এবং এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় বাসায় ভাড়া উঠেছিলেন।
তাসলিমার বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, ‘‘হিরা আমার বাসায় এক মাস ধরে থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন।’’
তাসলিমার ভাবি মোবাইল ফোনে বলেন, ‘‘চাকরির কারণে হিরা সাতক্ষীরায় ভাড়া থাকত। তার বাবা-মা যশোরে আছে। আমরা সাতক্ষীরার পথে রওনা দিয়েছি।’’
অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, ‘‘হিরা আমাদের স্টাফ ছিলেন। আজ তার অফ ডে ছিল। তিনি সকালে বলেছিলেন, যশোর যাবেন। তাই আমরা খোঁজ নিইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক এসে জানান, তখন আমরা জানতে পারি ঘটনা। এরপর আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা গিয়ে দরজা ভেঙে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।’’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/শাহীন/বকুল