জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে আলমাছ মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী নয়াখেল গ্রামে এ ঘটনা ঘটে।
আলমাছ মিয়া ওই গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকালে সুরইঘাট সীমান্তে চোরাকারবারিরা বিজিবির এক সদস্যকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা। নয়াখেল গ্রামে পৌঁছালে তাদের গাড়ি আটকাতে বিজিবি গুলি ছুঁড়লে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি চোরাকারবারি কি না খতিয়ে দেখা হচ্ছে।’’
ঢাকা/নূর/রাজীব