ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নদী থেকে বালু উত্তোলন, ২ জনকে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৪১, ২৩ অক্টোবর ২০২৫
নদী থেকে বালু উত্তোলন, ২ জনকে কারাদণ্ড

ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নের ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এর দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম অভিযুক্তদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্তরা হলেন- স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল (৩২)।

সূত্র জানায়, চরহাজারি ইউনিয়নের তেল্লারঘাট থেকে দনিপাড়া কানেক্টিং ব্রিজের নির্মাণকাজে ব্যবহারের জন্য ড্রেজার মেশিন দিয়ে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ইউএনও প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১.৫ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং একটি ইঞ্জিন জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকারি অনুমতি ছাড়া কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কাজের নামে কেউ আইন লঙ্ঘন করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।”

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

ঢাকা/সুজন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়