ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅভ্যুত্থানে হত্যার মামলায় ১০ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২৩ অক্টোবর ২০২৫  
গণঅভ্যুত্থানে হত্যার মামলায় ১০ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা 

আদালনে নেওয়ার পথে সাজ্জাত হোসেন সাগর

গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জে গণঅভ্যুত্থানকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর ৫টায় তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

পরে দুপুর ২টার দিকে সাজ্জাত হোসেন সাগরকে মুন্সীগঞ্জ আদালতে নেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে সজল হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে চলে যান সাগর। কোরিয়াতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি কঠোর গোপনীয়তায় দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন সাগর। এক মাস ধরে সাগরকে অনুসরণ করে ডিবি। গতকাল রাতে গ্রেপ্তার করা হয় তাকে।

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারা দেশের মতো ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে আন্দোলন কর্মসূচি পালন করতে জড়ো হয় কয়েক হাজার ছাত্র-জনতা। এ সময় অস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। আহত হন শতাধিক ব্যক্তি। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলাতে আসামি করা হয়েছে সাজ্জাত হোসেন সাগরকে।

ঢাকা/রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়