ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমরা স্বপ্নের কথা বলি না, বাস্তবায়নের কথা বলি: নিপুন

কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৩৬, ২৫ অক্টোবর ২০২৫
আমরা স্বপ্নের কথা বলি না, বাস্তবায়নের কথা বলি: নিপুন

‘‘আমরা স্বপ্নের কথা বলি না, আমরা বলি বাস্তবায়নের কথা। আমরা স্বপ্ন দেখাই না, আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে বেশি পছন্দ করি। একটি ভালো স্বপ্ন দেখে নিজেকে স্থির করতে হবে। তবেই তুমি তোমার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে,’’ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, ‘‘শিক্ষার্থীরাই এক সময় দেশের নেতৃত্ব দেবে। তোমরা আমার সন্তানের মতো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের কাম্য। শুধু একাডেমিক শিক্ষা নয়, কারিগরী শিক্ষাও গ্রহণ করতে হবে।’’

‘‘নতুন কুঁড়ি’ থেকে আমাদের অসংখ্য সুনামধন্য খ্যাতিজন জন্ম নিয়েছে। জিয়াউর রহমান এ রকম নতুন কুঁড়িসহ শিশুদের মেধা বিকাশের জন্য পরিশ্রম করেছেন। শিশুদের জন্য শিশুপার্ক করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে দেশের শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন,’’ বলেন নিপুন। 

গোলজারবাগ দুর্জয় অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৮৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

ঢাকা/শিপন//

সর্বশেষ

পাঠকপ্রিয়