ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে শান্তি আহ্বানে জাকের পার্টির জনসভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৫ অক্টোবর ২০২৫  
মুন্সীগঞ্জে শান্তি আহ্বানে জাকের পার্টির জনসভা

‘আল্লাহু আকবার, ইসলাম-ঈমান-এহসান’- স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ষোল আনি মাঠে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির জনসভা ও র‍্যালি।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে এবং উপজেলা জাকের পার্টির সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারোয়ার মোহাম্মদ সানি।

সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে জাকের পার্টির আদর্শই হতে পারে বিকল্প দিকনির্দেশনা। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড বিস্তারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জনসভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অন্যদের মাঝে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা যুব ফ্রন্টের সভাপতি তৈবুর রহমান রুহুল, জেলা সহ-সভাপতি এসএম মহিউদ্দিন, সিরাজদিখান উপজেলা সভাপতি কামাল শেখ, শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন মৃধা, সিরাজদিখান উপজেলা সাধারণ সম্পাদক চান মিয়া শেখ, মুন্সীগঞ্জ জেলা পশ্চিম ছাত্র ফ্রন্টের সভাপতি তুষার আহমেদ কুতুব, উপজেলা যুবসেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আল আমিন ভূঁইয়া, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা, জেলা যুব ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার প্রমুখ।

ঢাকা/রতন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়