ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে গোসলখানা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৬ অক্টোবর ২০২৫  
চাঁদপুরে গোসলখানা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার

আটক ব্যাসায়ীসহ উদ্ধারকৃত গাঁজা।

চাঁদপুরে বসতঘরের গোসলখানা হতে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. খললিুর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুর রকিব।

তিনি জানান, ফরিদগঞ্জের ১নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সকদিরামপুরের সিরাজুল ইসলামের ছেলে মো. খললিুর রহমান। তিনি নিজ বসতঘরের গোসলখানায় বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখে ব্যবসা চালাচ্ছিলেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ আরিফুর রহমান সরকার ও এসআই শেখ আশরাফুল আলম জানান, একটি সাদা প্রাইভেটকার তল্লাশীর সূত্র ধরে খবর পাওয়া যায় যে, আল আমিন ও মো. রূবেলসহ আরো কয়েকজনের সহায়তায় বাড়িতে গাঁজা ব্যবসা করছেন খলিলুর। পরে খলিলের বাড়ির গোসলখানা হতে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, “গাঁজা ব্যবসায়ী খলিলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ঢাকা/জয়/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়