ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়ক ব্লকেড

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:০৪, ২৬ অক্টোবর ২০২৫
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়ক ব্লকেড

কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেড করেছে স্থানীয় ছাত্র-জনতা।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর ব্লকেড করে তারা। পরে ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেড করে ছাত্র-জনতা।

এতে দুটি মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর ব্লকেড তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ‘ভৈরবের সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে আন্দোলন চললেও আজ কোনো ব্যানার ছিল না। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা জেলার দাবিতে বিভিন্ন স্লোগান দেন, হাতে ছিল প্ল্যাকার্ড।

আন্দোলনকারীরা জানান, ভৈরবকে জেলা ঘোষণা না করা হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

ঢাকা/রুমন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়