ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৫৩, ২৬ অক্টোবর ২০২৫
বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

বরিশালে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রাসেল গাজী, রাজিব জমাদ্দার, জাহিদ হাওলাদার ও রোকন খান। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে, আসামি রোকন খান পলাতক আছেন।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ নভেম্বর বরিশাল নগরীর রূপাতলী এলাকার জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজিব জমাদ্দার ও রোকন মিয়া মিলে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করে ভুক্তভোগী নারীর পরিবার। পরে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবুব রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়