ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ দিন পর বড়পুকুরিয়ায় প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ২৩:১১, ২৬ অক্টোবর ২০২৫
৭ দিন পর বড়পুকুরিয়ায় প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে ইউনিটটি থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘‘গত ১৯ অক্টোবর যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে রবিবার থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।’’

এর আগে, ১৬ অক্টোবর থেকে ৩ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া, ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে ২ নম্বর ইউনিট। ফলে, ১৯ অক্টোবর থেকে পুরোপুরি বন্ধ হয়ে পড়ে ছিল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।

রবিবার ১ নম্বর ইউনিট চালু হওয়ায় কেন্দ্রটি আংশিকভাবে উৎপাদনে ফিরেছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে, ১ ও ২ নম্বর ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং ৩ নম্বর ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। তবে, কখনোই পূর্ণ সক্ষমতায় উৎপাদন হয়নি। সাধারণত ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটগুলো ৬০ থেকে ৭০ মেগাওয়াট এবং ২৭৫ মেগাওয়াট ইউনিটটি ১৬০ থেকে ১৭৫ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করেছে।

চলমান সমস্যাগুলোর সমাধান হলে শিগগিরই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়