ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে প্রাণিসম্পদ উপদেষ্টা

ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত হবে, শেষ মিটিং কবে

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৪:২৬, ২৭ অক্টোবর ২০২৫
ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত হবে, শেষ মিটিং কবে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার ফরিদা আখতার

ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা সেভাবেই হবে এবং সেই প্রক্রিয়া অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার ফরিদা আখতার। 

তিনি বলেন, ‍“নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকারের যে কাজগুলো করার কথা, আমরা করে যাব। ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত হবে, কবে শেষ ক্যাবিনেট মিটিং হবে।”

আরো পড়ুন:

আরো পড়ুন: দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস উইং

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপেদেষ্টা সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা তাদেরকে সময় নির্ধারণ করে দেব আর তারা সে অনুযায়ী তফসিলের তারিখ দেবে বিষয়টি এমন নয়।”

সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ড্রেজিং না হওয়ায় কাপ্তাই হ্রদের নাব্য কমে এসেছে। ফলে সারা বছর মাছ পাওয়া যায় না। মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের প্রতিমাসে ২০ কেজি চাল দেওয়া হয়, তা বাড়িয়ে ৪০ কেজি করার দাবি জানান তারা।

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়