ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রেনের ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ২৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:৪০, ২৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রামে ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রেনের ইঞ্জিন

ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যাওয়া ট্রেনের ইঞ্জিন ও বগি

চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায় ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেছে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

রেলওয়ে সূত্র জানায়, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার দিকে মালবাহী ট্রেনটি যাত্রা করে। সাগরিকা রেলগেট এলাকায় সিগন্যাল অমান্য করে ট্রাক রেললাইনে উঠে পরে। এসময় ট্রেনের ইঞ্জিন ট্রাকটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়, ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে পড়ে যায়। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। 

আরো পড়ুন:

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “সাগরিকা এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের কারণে মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। এই লাইন কেবল মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়, তাই যাত্রীবাহী ট্রেনের চলাচলে কোনো প্রভাব পড়েনি।”

রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধারকাজ শেষ হলে দ্রুত লাইন সচল করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়