চোর সন্দেহে নারীকে হেনস্তা, থানায় অভিযোগ
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরে চোর সন্দেহে এক নারী ও তার এক বছরের শিশু কন্যাকে আটকে রেখে হেনস্তার অভিযোগ উঠেছে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর পৌর শহরের পুরাতন বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন।
ভুক্তভোগী নারী জানিয়েছেন, মাদারীপুর সদর উপজেলার তালতলা এলাকার শ্বশুরবাড়ি থেকে তিনি শিশু কন্যাকে নিয়ে রুপার চুড়ি কেনার উদ্দেশ্যে পুরাতন বাজারের স্বর্ণপট্টিতে যান। এ সময় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী গোপাল চন্দ্র ঘোষ তাকে চোর সন্দেহে একটি দোকানে নিয়ে দুই ঘণ্টা আটকে রাখেন।
তিনি বলেন, “আমাকে ও আমার শিশুকে বিনা অপরাধে আটকে রেখে মানহানি করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”
ঘটনা জানাজানি হলে পরিবারের সদস্যরা দোকানে গিয়ে কারণ জানতে চান। তখন স্বর্ণ ব্যবসায়ী দাবি করেন, ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। পরে ওই স্বর্ণ ব্যবসায়ী জানান, তার সিসি ক্যামেরা নষ্ট।
চুরির প্রমাণ উপস্থাপন করতে না পারায় ভুক্তভোগী নারী সোমবার রাতেই মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যবসায়ী গোপাল চন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেছেন, “আমার সন্দেহ হয়েছিল, তাই আমাদের সংগঠনের সেক্রেটারিকে জানিয়েছিলাম। পরে সেক্রেটারিই তাদের কিছু সময়ের জন্য আটকে রাখেন।”
এ বিষয়ে সংগঠনের সেক্রেটারি কামাল হোসেন বলেছেন, “গোপাল চন্দ্র ঘোষের নির্দেশেই ওই নারী ও তার সন্তানকে দোকানে আটকে রাখা হয়।”
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেছেন, “অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/বেলাল/রফিক