ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বিলম্ব

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:০৭, ২৯ অক্টোবর ২০২৫
ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বিলম্ব

ফাইল ফটো

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী একটি উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে সময়সূচিতে পরিবর্তন হয়েছে লন্ডনগামী এই ফ্লাইটটির। 

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানিয়েছেন, উড়োজাহাজটি আজ সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার আগে বোর্ডিং ব্রিজ সরানোর সময় ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটি উড্ডয়নের অনুপযোগী হয়ে যায়।

মো. হাফিজ আহমেদ বলেন, নিধার্রিত সময়ে ফ্লাইটি ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে আসা আরেকটি উড়োজাহাজ যাত্রীদের নিয়ে দুপুরে বিকল্প ফ্লাইটে সিলেট ছেড়ে যাবে।

ঢাকা/নূর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়