ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৫৬, ২৯ অক্টোবর ২০২৫
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ক্যাম্পাসে অবস্থান নেন। 

আরো পড়ুন:

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের বিরুদ্ধে একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ থাকলেও তাকে দায়িত্বে বহাল রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের কাছে অগ্রহণযোগ্য।

এ সময় উপস্থিত ছিলেন, টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন , তাওহিদুল হাসান তামিম, অপূর্ব চৌধুরী, নাসিমুল হক নাসিম , হাফিজুর রহমান , মাহদি হাসান, জিন্নাতুল হক আকাশ প্রমুখ।

আন্দোলনরত শিক্ষার্থী আপন মিয়া বলেন, “একজন বিতর্কিত ব্যক্তির হাতে আমাদের প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া মানে শিক্ষার পরিবেশকে নষ্ট করা। আমরা তার অবিলম্বে অপসারণ দাবি করছি।”

শিক্ষার্থী রেজাউল হক লিটন বলেন, “আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। আমরা চাই সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট যেন দুর্নীতিমুক্ত থাকে।”

ঢাকা/মনোয়ার/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়