ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত

আজাদের ২ সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন কিরণ

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৯ অক্টোবর ২০২৫  
আজাদের ২ সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন কিরণ

নিহত কালাম আজাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে নিহত শরীয়তপুরের নড়িয়া উপজেলার আবুল কালাম আজাদের (৩৫) দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দুই শিশু সন্তানের লেখাপড়ার খরচ দেওয়ার আশ্বাস দেন।

আরো পড়ুন:

২৬ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নং পিলারের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে পথচারী আবুল কালামের মৃত্যু হয়। 

স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে আবুল কালাম নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় থাকতেন। রাজধানীর মতিঝিলের ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করতেন তিনি। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার ছেলের বয়স পাঁচ বছর আর মেয়ের বয়স তিন বছর।

নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শফিকুর রহমান কিরণ। তিনি বলেন, ‘‘আমরা শুধু একটি সন্তান হারাইনি, আমার এলাকার এক কর্মক্ষম তরুণকেও হারিয়েছি। এই কষ্ট সরকার ভোগ করবে না, ভোগ করবে পরিবার ও আমাদের সমাজ। কোনো ক্ষতিপূরণ দিয়ে একজন কর্মক্ষম মানুষকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তারপরও পরিবারের কথা চিন্তা করে আমি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করছি। ক্ষতিপূরণ যদি তা না পায়, তাহলে আদালতের আশ্রয় নিতে হবে। আমি বিশ্বাস করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আমরা ন্যায়বিচার পাব ইনশাআল্লাহ।’’ 

শফিকুর রহমান কিরণ বলেন, ‘‘আজাদের বাচ্চাগুলো ছোট। তাদের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। পাশাপাশি বিএনপি আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে নিহত আজাদের স্ত্রীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’’

তিনি জানান, জেলা ও কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকেও নিহতের পরিবারের জন্য অনুদান অনুমোদনের প্রক্রিয়ায় আছে, যা সপ্তাহ খানেকের মধ্যে হস্তান্তর করা হবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/আকাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়