শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্বজনদের আহাজারি
শরীয়তপুরের ভেদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদ গাজী (২৭) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের আনু সরকার কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
ফরিদ গাজী একই উপজেলার চরসেনসাস ইউনিয়নের গাজীকান্দি গ্রামের সামছল গাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে শাহাজালাল সরদারের বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে আহত হন ফরিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’’
ঢাকা/আকাশ/রাজীব