ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে ধানমাড়াই নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৭

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ৩০ অক্টোবর ২০২৫  
নড়াইলে ধানমাড়াই নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৭

ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ায় ধানমাড়াই নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়-মঙ্গলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রিন্স শেখ (২৬), বিপুল মোল্যা (৪০), রানা মোল্যা (৩০), রাসেল মোল্যা (৩০), রাফিন (১৬), সৌরভ (১৪) ও মিল্টন মোল্যা (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে নওশের মোল্যা ও মজিবর মেম্বার সমর্থিত গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে ধানমাড়াইয়ের ধুলাবালি বাড়িতে প্রবেশ নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে, বিপুল মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ‘‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়