ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে কটূক্তি, সওজের প্রকৌশলীকে শোকজ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ৩১ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:৩৫, ৩১ অক্টোবর ২০২৫
রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে কটূক্তি, সওজের প্রকৌশলীকে শোকজ

প্রকৌশলী আনিছুর রহমান

টাঙ্গাইলের মির্জাপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় তাকে শোকজ করা হয়।  

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ নোটিশ জারি করেন সওজ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান। এছাড়াও উপ-বিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা তাকে আরেকটি শোকজ দিয়েছেন বলে জানা গেছে। দুটি শোকজের ভাষা প্রায় একই রকম। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকারি গণকর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি বিধি অনুসরণ না করে আনিছুর রহমান নিয়মভঙ্গ করেছেন। এতে সরকারি নির্দেশনা অমান্যের বিষয়টি পরিলক্ষিত হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। 

শোকজের কপি হাতে পাওয়ার কথা স্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান। ইতোমধ্যে ওই মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান।

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়