উল্টো পথে যাচ্ছিল ভ্যান, ট্রাকের ধাক্কায় চালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মাছ নিয়ে উল্টো পথে যাওয়ার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক রঞ্জু আহমেদ (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হাটিকুমরুল ধোপাকান্দি ব্রিজ এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত রঞ্জু আহমেদ উপজেলার চরিয়াশিকা দক্ষিণ পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “অটোভ্যানটি মাছ নিয়ে উল্টো পথে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক। অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ