ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টয়লেটের দরজার নিচ দিয়ে ঢুকে ৩ স্বর্ণের দোকানে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৫, ১ নভেম্বর ২০২৫
টয়লেটের দরজার নিচ দিয়ে ঢুকে ৩ স্বর্ণের দোকানে চুরি

দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করে চক্রটি।

কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকার মাহতাব প্লাজায় তিনটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দোকান মালিকরা দোকান খুলতে গিয়ে শাটার উঁচু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল পৌনে আটটার দিকে মুখোশধারী দুই যুবক মার্কেটের টয়লেটের দরজার নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ব্রাদার্স জুয়েলার্স, এস. সরকার জুয়েলার্স ও সমির চেইন হাউজ এই তিন দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢুকে স্বর্ণ ও রূপার গহনা নিয়ে একই পথে বেরিয়ে যায়। তিন ব্যবসায়ীর দাবি, চুরির ঘটনায় তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়