ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সমবায় আন্দোলন অর্থনৈতিক মুক্তির শক্তিশালী হাতিয়ার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১ নভেম্বর ২০২৫  
‘সমবায় আন্দোলন অর্থনৈতিক মুক্তির শক্তিশালী হাতিয়ার’

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইসমাইল হোসেন বলেছেন, সমবায় আন্দোলন হলো অর্থনৈতিক মুক্তির এক শক্তিশালী হাতিয়ার। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা দেশের প্রতিটি মানুষের কাছে সমবায়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

দিবসটি উপলক্ষে সকালে সমবায় অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সচিব মো. ইসমাইল হোসেন পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলে বাংলাদেশের সমবায় খাতের অগ্রগতি ও সাফল্য নিয়ে নির্মিত একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সচিব তার বক্তব্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের অবদানের প্রশংসা করে বলেন, জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুনিমা হাফিজ বলেন, সমবায় সমিতিগুলো দেশের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

সমবায় সংশ্লিষ্ট সবাইকে সমবায় নীতি ও আদর্শ মেনে চলার আহ্বান জানান সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়