শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় রিপন মাখালকে উদ্ধার করা হয়।
জেলার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় রিপন মাখাল নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে জেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার হাত ও পায়ের হাঁটুর নিচে রশি দিয়ে বাঁধা ছিল।
উদ্ধার হওয়া রিপন মাখাল পৌর সভার ৭ নং ওয়ার্ডের খ্রিস্টান পাড়ার মিখাইল মাখালের পুত্র। তার গায়ে গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত ছিল।
রিপনের বাবা মিখাইল মাখাল জানান, জিরো পয়েন্টের বাসস্ট্যান্ড সংলগ্ন রিপনের একটি সেলুনের ঘর আছে। সেটিকে কেন্দ্র করে রিপনের সাথে তার চাচাতো ভাই রকি মাখাল ও তার শ্বশুর অগাষ্টিন সরকারের কয়েক দিন ধরে ঝগড়া বিবাদ লেগেই আছে। তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিরাপদ সরকার জানান, রিপন এখন সুস্থ আছেন। তবে, তার জ্ঞান ফিরতে সময় লাগবে।
পাইকগাছা থানার ডিউটি অফিসার এস আই রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঢাকা/নুরুজ্জামান/এস