ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩২, ২ নভেম্বর ২০২৫
‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, “আগামী ২০২৬ সালের নতুন বই ছাপা শেষ হয়েছে। এবং নতুন বছরের বই গুলো গুদামে জমা দেওয়া শুরু করেছে। ফলে নভেম্বরের মধ্যেই আশাকরি আমরা সব বই পেয়ে যাব। নির্বাচনের আগেই শিক্ষার্থীরা বই পেয়ে যাবে।”

রবিবার (২ নভেম্বর) বেলা ১২টায় সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।

এসময় উপদেষ্টা আরো বলেন, “শিক্ষা এমন একটা বিষয় যেটা ঝট করে দেখানো যায় না। এটা নিয়ে আস্তে আস্তে এগুতে হয়। ধারাবাহিকভাবে যদি কাজ করা যায় তাহলে এটার ফল পাওয়া যায়। আমরা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলোকে চিহ্নিত করেছি এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এ ধারাবাহিকতা রক্ষা করেন, আমি আশাবাদী তাহলে পাঁচ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।’’

এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

ঢাকা/মনোয়ার/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়