ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেড অব ফ্যাসিজম চুপ্পু নন, ড. ইউনূসকেই জুলাই আদেশ দিতে হবে: হাসনাত

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৪৮, ২ নভেম্বর ২০২৫
হেড অব ফ্যাসিজম চুপ্পু নন, ড. ইউনূসকেই জুলাই আদেশ দিতে হবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,‘‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং অবশ্যই সেটা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। এখন এই আদেশ যদি হেড অব ফ্যাসিজম চুপ্পুর কাছ থেকে নিতে হয়, তাহলে তা হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক।’’

রবিবার (২ নভেম্বর) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে আসতে পারবে না।’’

তিনি বলেন, ‘‘আমরা ৩০০ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। যেন একটি গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি; তার জন্য রাজনৈতিক দলগুলোর বড় দায়িত্ব রয়েছে।’’

বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।

আরো উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়