সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বেয়াই গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাকির হোসেন। ফাইল ফটো
মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের বেয়াই জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বিকেলে সদর উপজেলার মেঘশিমুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকির হোসেন সদর উপজেলার গাড়াকুল এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে ও জাগীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক। তার ছেলে রাশেদ রায়হানের উকিল বাবা হয়েছিলেন জাহিদ মালেক। সেই থেকে দুজনের বেয়াই সম্পর্ক তৈরি হয়।
ওসি বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন জাকির। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/চন্দন/রাজীব