পা পিছলে ট্রেনের নিচে, অলৌকিকভাবে বেঁচে গেলেও পরে মৃত্যু
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে আহত হন এক ব্যক্তি। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও শেষ পর্যন্ত মারা গেছেন তিনি।
রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহতের নাম জালাল উদ্দীন (৪৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআগলী ইউনিয়নের নিধিরচর গ্রামের তৈয়ব উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত রাতে শ্রীপুর রেলস্টেশনে মোহনগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন একটি লাইনে দাঁড়িয়ে ছিল। জালাল উদ্দীন দৌড়ে ট্রেনে উঠতে গেলে অপর লাইনে থাকা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ছেড়ে দেয়। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। পুরো ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জ্ঞান ফিরলে নিজের নাম ও ঠিকানা বলেন জালাল উদ্দীন। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, পথেই তার মৃত্যু হয়।
শ্রীপুর রেলস্টেশন এলাকার দোকানি মনির হোসেন বলেন, “দুটি ট্রেন একই সময় ছাড়ছিল। জালাল উদ্দীন সম্ভবত ভুল লাইনে দৌড়ে গিয়েছিলেন। চোখের পলকে তিনি ট্রেনের নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”
চরআগলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম দুলু বলেন, ‘‘গত রাতেই জালাল উদ্দীনের মৃত্যু হয়। সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।’’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, “গুরুতর আহতাবস্থায় রাত ৯টার দিকে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার মো. সাইদুর রহমান বলেন, ‘‘চলন্ত ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তি আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।’’
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে, পুরো বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করবে।’’
ঢাকা/রফিক/রাজীব