ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আশুলিয়ায় চোর সন্দেহে নারীকে বেঁধে নির্যাতন

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৪ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:০৫, ৪ নভেম্বর ২০২৫
আশুলিয়ায় চোর সন্দেহে নারীকে বেঁধে নির্যাতন

ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অটোরিকশা চোর সন্দেহে এক নারীকে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড এলাকায় তাকে মারধর করা হয়।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে, এখন পর্যন্ত নির্যাতনের শিকার ওই নারী বা তাকে নির্যাতনের সঙ্গে জড়িতদের পরিচয় জানা যায়নি।

ভিডিওতে দেখা গেছে, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী বোরকা পরা এক নারীকে রাস্তায় ফেলে রশি দিয়ে হাত বেঁধে রেখেছেন এক ব্যক্তি। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ওই নারীকে ঘিরে রেখে প্রশ্ন করছিলেন, তিনি অটোরিকশা চোর কি না? নির্যাতনের শিকার নারী তখন নিজেকে নির্দোষ দাবি করে বারবার অনুনয় করছিলেন। একপর্যায়ে এক ব্যক্তি রশি ধরে টেনে-হিঁচড়ে তাকে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে লোকজন আবারও তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই নারী জানান, পেটের দায়ে তিনি যৌনকর্মী হিসেবে কাজ করেন, তবে চুরি করেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী স্থানীয় ব্যক্তি বলেন, “সকালে আমি ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখি, এক নারীকে কয়েকজন বেঁধে মারধর করছে। আমি তাদের নিষেধ করেছিলাম, কিন্তু কেউ শোনেনি। ভিডিও করে চলে আসি। পরে জানতে পারি, ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। তবে, স্থানীয়রা তেমন কোনো তথ্য দিতে পারেননি। তবু, আমরা বিষয়টি তদন্ত করছি। ভুক্তভোগী নারী ও ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

ঢাকা/সাব্বির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়