হিলিতে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হিলির পাইকারি পেঁয়াজের আড়ৎ
মাত্র দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে দেশি পেঁয়াজের দাম পাইকারিতে ১৫ টাকা এবং খুচরা বাজারে কেজিপ্রতি ২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
মোকাম থেকে আমদানি কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে হুহু করে বেড়েছে গেছে পেঁয়াজের দাম। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, দুইদিন আগেও যেখানে দেশি পেঁয়াজ প্রতি কেজি পাইকারি বিক্রি হয়েছিল ৬৫ টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। ৭০ টাকার খুচরা দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।
পেঁয়াজ কিনতে আসা স্থানীয় ক্রেতা আখলিমা বেগম বলেন, “গত দুইদিন আগেও ৭০ টাকায় পেঁয়াজ কিনেছি, আজ এসে দেখি ৯০ টাকা।। প্রতিদিনই বাজারে গেলে নতুন দাম শুনতে হয়, এতে সংসার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।”
দিনমজুর মহব্বত আলী বলেন, “বাংলাদেশের আর নিয়ম! নিয়ম ছাড়াই চলছে সব। আমরা গরিব মানুষ, গরিবই থাকি। বাজারে আসলে কি থুয়ে কি কিনব, হিসাব মিলে না। কয়েকদিন আগে ৬০ টাকা করে পেঁয়াজ কিনলাম। আজ তা কিনতে হলো ৯০ টাকা কেজি দরে।”
হিলি বাজারে সবজি খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “কয়েকদিন ধরে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমান আমরা ৮০ থেকে ৮৫ টাকা কেজি পাইকারি কিনে তা ৯০ টাকা কেজি হিসেবে খুচরা বিক্রি করছি।”
হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “দেশে যেসব স্থানে পেঁয়াজের মোকাম রয়েছে, সেখানেই পেঁয়াজ আমদানি কমে গেছে। নতুন পেঁয়াজ উৎপাদন শুরু হলে দামটা অনেকটা নাগালের মধ্যে আসবে। আবার সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়, তাহলে বাজার দাম স্বাভাবিক হবে।”
ঢাকা/মোসলেম/এস