ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জোট গঠন করবে না জামায়াত: শফিকুর রহমান

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:৩৭, ৫ নভেম্বর ২০২৫
জোট গঠন করবে না জামায়াত: শফিকুর রহমান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না, তবে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন তিনি।   

আরো পড়ুন:

জামায়াত আমির বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।” আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই বলেও জানান তিনি।

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন, “বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তারা একটু সম্মান চান। আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পারছি না।”

শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফর করছেন।

ঢাকা/নূর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়