ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩২, ৫ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ করছে বিএনপির নেতাকর্মীরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। 

বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় বিক্ষোভ করে। 

আরো পড়ুন:

এতে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীর শত শত কর্মী-সমর্থকরা অংশ নেয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এতে মুন্সিগঞ্জ-১ আসনে শেখ মো. আবদুল্লাহর নাম রয়েছে। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও শিল্পপতি।

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরের চকবাজার এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমিন আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয়।

সেখানে নেতাকর্মীরা অভিযোগ করেন, ওই আসনে দলের ত্যাগী নেতা মমিন আলীকে বঞ্চিত করা হয়েছে। তারা বলেন, দলের কঠিন সময়ে মমিন আলী তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রেখে দলকে উজ্জীবিত রেখেছেন। সেই সময়ে যাকে নেতাকর্মীরা পাশে পায়নি, এমন একজনকে দল মনোনয়ন দিয়েছে। এ কারণে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তারা।

ঢাকা/রতন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়