সুন্দরবনের নদীতে ট্রলার উল্টে পর্যটক নিখোঁজ
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুন্দরবনের নদীতে ট্রলার উল্টে রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোংলার পশুর নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চালাচ্ছে বন বিভাগ ও স্থানীয় লোকজন।
নিখোঁজ রিয়ানা আবজাল ঢাকার উত্তরা এলাকার কালাম আজাদের মেয়ে। তারা সপরিবারে যুক্তরাষ্ট্রে থাকেন।
রিয়ানার বাবা আবুল কালাম আজাদ জানিয়েছেন, তিনি পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে এসেছিলেন। একটি জাহাজের কারণে সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ে তাদের ছোট ট্রলার উল্টে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশনের কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানিয়েছেন, ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে একটি ট্রলারে করে ১৩ পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। ট্রলারটি ঢাংমারী খাল ও পশুর নদীর মিলন স্থলে পৌঁছালে ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এতে সবাই নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকেই সাঁতরে কূলে ওঠেন, কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু, নিখোঁজ হন রিয়ানা নামের এক নারী পর্যটক। বিকেল ৫টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে বন বিভাগ।
ঢাকা/শহীদুল/রফিক