ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুনারুঘাটে অপারেশন ক্লিনহার্ট, ইউপি মেম্বার গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ১১ নভেম্বর ২০২৫  
চুনারুঘাটে অপারেশন ক্লিনহার্ট, ইউপি মেম্বার গ্রেপ্তার

অপারেশন ক্লিনহার্ট অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. সালেক মিয়া (৩৮) গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ গাজীপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তা করে।

আরো পড়ুন:

সালেক মিয়া গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। এর আগে, তিনি বৈষম্যবিরোধী এক মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে ছিলেন।

পুলিশ জানায়, সম্প্রতি জামিনে বের হয়ে সালেক মিয়া আবারো সক্রিয় হয়ে ওঠেন ও আগামী ১৩ নভেম্বর  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচী বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি মিছিলের আয়োজনের পায়তারা করছিলেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “অপারেশন ক্লিনহার্ট অভিযানের আওতায় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কেউ যদি নাশকতা, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতে চলবে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা/মামুন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়