৯ মাসেই কোরআনের হাফেজ শিশু মুসা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় মাত্র ৯ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে নয় বছর বয়সী শিশু মুস্তাকিম বিল্লাহ মুসা। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।
মুসা নগরীর ডালমিল মোড়ের ৪২ বি কে রায় রোডের বাসিন্দা মোস্তাফিজুর রহমান ও জাকিয়া জান্নাত আরার ছোট ছেলে ও তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদ্রাসার হিফয বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মুস্তাকিম বিল্লাহ মুসার শেষ সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ।
তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদ্রাসার শাখা প্রধান হাফেজ ইমরান খালিদ জানান, মুস্তাকিম বিল্লাহ মুসা মাত্র ৯ মাস ২১ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছে।
ঢাকা/নূরুজ্জামান/রাজীব