ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনার সাবেক এমপি মতিউর রহমানের ইন্তেকাল

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৭ নভেম্বর ২০২৫  
বরগুনার সাবেক এমপি মতিউর রহমানের ইন্তেকাল

মতিউর রহমান তালুকদার।

বরগুনা-৩ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান তালুকদার মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মতিউর রহমান দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছিলেন। সোমবার সকালে বুকে ব্যথা হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। 

মতিউর রহমানের পরিবারের সদস্যরা মৃত্যুর তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে বরগুনা-১ আসন (সদর-আমতলী-তালতলী) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। 

ঢাকা/ইমরান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়