ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোনায় জাতীয় দলের ফুটবলারকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১০:৩০, ১৯ নভেম্বর ২০২৫
নেত্রকোনায় জাতীয় দলের ফুটবলারকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।

নেত্রকোনায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল ম্যাচে জাতীয় দলের ফুটবলার আরিফ হোসেন ও তাঁর ছোট ভাই রবিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কেন্দুয়ার ক্রীড়াপ্রেমীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) বিকালে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জেলা সদর বনাম কেন্দুয়া উপজেলা টিম অংশ নেয়। খেলার শেষ দিকে উৎসুক জনতা মাঠে প্রবেশ করে কেন্দুয়া ফুটবল দলের দুই খেলোয়াড়কে মারধর করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা পর্যায়ের মর্যাদাপূর্ণ ফাইনাল ম্যাচে মাঠে ঢুকে জাতীয় দলের খেলোয়াড়ের ওপর হামলা শুধুই ন্যাক্কারজনক নয়— এটি ক্রীড়া অঙ্গন, প্রশাসন ও জননিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। 

তাদের অভিযোগ, আরিফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সেখানে বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করলে নেত্রকোনা–কেন্দুয়া সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানান, জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সুষ্ঠ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসকের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে যান।

তবে বিক্ষোভকারীরা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে কেন্দুয়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, “বর্তমানে আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সার্বিক পরিবেশ শান্ত রয়েছে।”

ঢাকা/ইবাদ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়