সেই হনুমানের স্থান হলো রংপুর চিড়িয়াখানায়
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হনুমানটিকে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়।
দিনাজপুরের হিলিতে ভারত থেকে আসা হনুমানটি গত কয়েকদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন সরকারি দপ্তরে। অবশেষে বনবিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় হনুমানটি উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় নেওয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, “সম্ভবত ভারত থেকে আসা একটি মুখপোড়া হনুমান বেশ কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন অফিসে ঘুরে বেড়াচ্ছিল। গতকাল বিকেলে উপজেলা প্রাণিসম্পদ ও বনবিভাগের সহযোগিতায় হনুমানটি উদ্ধার করে হয়। পরে কিউরেটর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা রংপুরে পাঠানো হয়েছে। এর আগে উপজেলা প্রাণিসম্পদ বিভাগে মুখপোড়া হনুমানটিকে চিকিৎসাসেবা দিয়ে তাকে খাবার খাওয়া হয়েছে।”
ঢাকা/মোসলেম/এস