ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১৯ নভেম্বর ২০২৫  
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

বুধবার সকালে ছাতকের দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়

সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নে নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, নানশ্রী গ্রামের চান্দালীর সঙ্গে সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের কথা কাটাকাটি হয়। এরই জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে চান্দালীর পক্ষের ১১জন এবং আব্দুল হকের পক্ষের ৯জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। 

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়