গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোম্পানি লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফয়ার সার্ভিসের ৯টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টায় বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বুধবার দুপুর ১টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে হঠাৎ করে কারখানায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে আসে। বিকেল ৪টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, এখনো ধোঁয়া দেখা যাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেছেন, আগুন নেভাতে আমাদের ৯টি ইউনিট কাজ করছে৷ বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করলে জানা যাবে৷
ঢাকা/রেজাউল/রফিক