ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদ, স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১৯ নভেম্বর ২০২৫  
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদ, স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে ব্যাটের আঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামে দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত শেখের ব্যাটের আঘাতে ইয়াসিন শেখ (১৩) নামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত ইয়াসিন শেখ  বরইহাট গ্রামের  আশরাফ শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বরইহাট গ্রামের জয়নাল শেখের নতুন বাড়ির উঠোনে গ্রামের শিশু-কিশোররা ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ তৈরি করে নিয়মিত খেলছিল। বুধবার রাত আড়াইটার দিকে খেলায় জয়-পরাজয় নিয়ে ইয়াসিন শেখের সঙ্গে  রিফাত শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত শেখ ব্যাট দিয়ে ইয়াছিন শেখকে আঘাত করে। ব্যাটের মাথার অংশ ভেঙে কানের নিচে ঢুকে যায়। এতে ইয়াছিন শেখ গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিন মারা যায়। এ ঘটনার পর থেকে  রিফাত ও তার পরিবারের সদস্যরা পলাতক আছে। 

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এ বিষয়ে এখনো মামলা দায়ের হয়নি। তবে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। 

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়