ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১৯ নভেম্বর ২০২৫  
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীদের একাংশ। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন:

বিক্ষোভকারীরা নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের পরিবর্তে বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এ সময় তারা ‘বয়কট, বয়কট; ফখরুল ইসলাম বয়কট‘, ‘মনোনয়ন পরিবর্তন চাই’সহ নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় বিএনপির আবেদপন্থী নেতাকর্মীরা বুধবার বিকেলের দিকে কাফনের কাপড় পরে কবিরহাট কলেজের সামনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে কবিরহাট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা বলেছেন, মানুষ বিএনপির সঙ্গেই থাকতে চায়, কিন্তু নেতৃত্বে পরিবর্তনও চায়। ফখরুল ইসলাম জামায়াতের প্রোডাক্ট। বিএনপিতে বিএনপির লোক চাই। এস আলমের দোসরকে আমরা চাই না। তিনি ব্যাংক খাতকে পঙ্গু করেছেন। আমাদের আসনের প্রার্থী পরিবর্তন চাই।

এ বিষয়ে বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, “আমি ৩৯ বছর ধরে দলের কর্মী। দুই বছর ধরে এলাকায় কাজ করছি। স্থানীয় নেতাকর্মীরা আমাকে চান, এটাই আমার সফলতা। তারা ভালোবাসা থেকে মিছিল করেছে। দলের চূড়ান্ত সিদ্ধান্তই শেষ কথা।”

অন্যদিকে, বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। অনিয়ম বা জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেছে। তারা (আবেদপন্থী) দীর্ঘদিন ধরে শৃঙ্খলা ভঙ্গ করে আসছেন।”

ঢাকা/সুজন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়