ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাণীসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধনের দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১৯ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৩, ১৯ নভেম্বর ২০২৫
প্রাণীসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধনের দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীরা

প্রাণীসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ এর সাব-টেকনিক্যাল পদগুলোতে ডিপ্লোমা ইন লাইভস্টকে অন্তর্ভূক্ত করে দ্রুত সংশোধন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিভিন্ন জেলায় এ দাবিতে বিক্ষোভ করেছেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

গোপালগঞ্জ
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নিয়োগ বিধিমালা ২০২৩ সংশোধন ও দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। এ সময় তারা একডেমিক ভবনের জানালার কাঁচ ভাঙচুর করেন।

শিক্ষার্থীরা ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ভবনটির বেশ কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করেন।

এ সময় তাদের নিয়োগবিধি সংশোধন করে দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

নেত্রকোণা
বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার রাজুর বাজার এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পাঁচ ক্যাটাগরির সাব-টেকনিক্যাল পদে জেনারেল নিয়োগ বাতিল করে ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’ সনদধারীদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। 

এ সময় তারা তাদের ক্যাম্পাসে অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এতে ক্যাম্পাস এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে নেত্রকোণা আইএলএসটির অধ্যক্ষ বরুণ দত্তসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

গাইবান্ধা
বুধবার দুপুরে একই দাবিতে বিক্ষোভ করেন গাইবান্ধার আইএলএসটির শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে তারা ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষাথীরা গাইবান্ধা আইএলএসটি কেন্দ্রের মুল ফটক বন্ধ করে টায়ার জালিয়ে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইট-পাথর নিক্ষেপ করে প্রতিষ্ঠানের জানালার গ্লাস ভাঙচুর ও শ্রেণিকক্ষের চেয়ার টেবিল, আসবাবপত্র বাহিরে এনে আগুন জ্বালিয়ে দেন। এক পর্যায়ে আইএলএসটির শিক্ষক, কর্মচারীরা ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

ঢাকা/বাদল/ইবাদ/মাসুম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়