পায়রায় মিললো আড়াই কেজির ইলিশ, ১৬ হাজারে বিক্রি
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ৪টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরী এলাকার জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আবুল হোসেন জানান, উপজেলার নকরি এলাকার পায়রা নদীতে মাছ শিকারের জন্য নদীতে জাল ফেলেন জেলে আবুল হোসেন। সেসময় অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে ‘মায়ের দোয়া মৎস্য ভান্ডার’- এ ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। এরপর তালতলী মাছ বাজারে খোলা ডাকে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিতে নিতে আল-আমীন বলেন, “মাছটির আকার-রূপই আলাদা। দেহের গঠন নিখুঁত, মাছের মানও ভালো হবে বোঝাই যাচ্ছে। তাই দাম বেশি পাওয়া গেছে।”
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন রাইজিংবিডিকে বলেন, “বড় মাছ ধরা পড়লে জেলেদের মতোই আমরাও খুশি হই। সরকারি বিধিনিষেধ মানলে ১০ বছরের মধ্যে জেলেদের ভাগ্য বদল হবে।”
ঢাকা/ইমরান/এস