ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে চলছে ৩৬ ঘণ্টার হরতাল 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১০:২৬, ২০ নভেম্বর ২০২৫
রাঙামাটিতে চলছে ৩৬ ঘণ্টার হরতাল 

হরতালের সমর্থনে সড়কে আগুন জ্বালানো হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটাবৈষম্যের প্রতিবাদে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়।

কোটাবিরোধী ঐক্যজোটের ডাকা এই হরতালের সমর্থনে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরুপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে ও সড়কে গাছের গুড়ি ফেলে পিকেটিং করছে আন্দোলনকারী। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। 

হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশাসহ বন্ধ রয়েছে শপিংমল, দোকানপাট। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, পাশাপাশি বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস ও ৬ উপজেলার সাথে নৌ চলাচল। 

হরতালের সমর্থনকারীরা জানায়, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি একটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে আমরা এই হরতাল কর্মসূচি পালন করছি। রাঙামাটির সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত শিক্ষা বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ তুলে বুধবার বিকেলে শহরের একটি রোস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় কোটাবিরোধী ঐক্যজোট।

ঢাকা/শংকর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়