ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:০৬, ২০ নভেম্বর ২০২৫
রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

হরতালের কারণে নিরাপত্তা বিবেচনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর কোটাবিরোধী ঐক্য জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল দুপুর ২টার পর প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনের অন্যতম নেতা নুরুল আলম বলেন, ‘‘নিয়োগ স্থগিতের বিষয়টি আমরা স্বাগত জানাই। তবে আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করব, আমাদের যে ছয় দফা দাবি ছিল; তার বিষয়ে জেলা পরিষদ সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টা থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।’’

আন্দোলনকারীরা জানান, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে জেলা পরিষদের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে।

ঢাকা/শংকর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়