ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলন ও অরাজকতার মধ্যে পার্থক্য আছে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২০ নভেম্বর ২০২৫  
আন্দোলন ও অরাজকতার মধ্যে পার্থক্য আছে: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলন ও অরাজকতার মধ্যে পার্থক্য আছে। যারা এ দেশের মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে পালিয়ে গেছে, দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপরাধ করছে। দুষ্কৃতকারীরা দুষ্কর্ম করবে, এটাই স্বাভাবিক। তারা পার্শ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরকে দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্ট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় সৈয়দ জালাল ক্লাব এবং টাঙ্গাইল টাইগারস ক্রিকেট একাডেমি।

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়