ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২০ নভেম্বর ২০২৫  
টাঙ্গাইলে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মিছিল

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মধুপুর উপজেলাকে অশান্ত করার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের সমর্থকরা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

এ সময় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দার প্রমুখ। এ সময় শহর, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘‘মোহাম্মদ আলী বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন। মনোনয়নের জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।’’ মোহাম্মদ আলীকে গ্রেপ্তারসহ দল থেকে বহিষ্কারের গ্রেপ্তারের দাবি জানান তারা। 

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়